
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট SA20 লিগে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। মাঠে নয়, গ্যালারিতে বসেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক সাধারণ ক্রিকেট ভক্ত। এমআই কেপটাউনের ওপেনার রায়ান রিকেলটনের মারা একটি বিশাল ছক্কা এক হাতে লুফে নিয়ে তিনি জিতে নিলেন ২ মিলিয়ন র্যান্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৭ কোটি টাকা।
ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে। রিকেলটন যখন আগ্রাসী ব্যাটিংয়ে ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছেন, তখন তাঁর একটি শট সোজা গিয়ে পড়ে স্ট্যান্ডে। সেখানে বসে থাকা ওই সমর্থক অসাধারণ রিফ্লেক্স দেখিয়ে এক হাতেই ক্যাচটি ধরে ফেলেন। মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম গর্জে ওঠে উচ্ছ্বাসে।
এই ক্যাচের পেছনে রয়েছে SA20 লিগের জনপ্রিয় উদ্যোগ ‘ক্যাচ এ মিলিয়ন’। নিয়ম অনুযায়ী, স্ট্যান্ডে বসে কোনও দর্শক যদি এক হাতে ছক্কা ধরা ক্যাচ নিতে পারেন, তবে তিনি মোটা অঙ্কের পুরস্কারের দাবিদার হন। সমস্ত নিয়ম মেনে ক্যাচ নেওয়ায় ওই ভক্তকে বিজয়ী ঘোষণা করা হয়।
ম্যাচের কথায় ফিরলে, প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রান তোলে, যা SA20 ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে আসে ঝড়ো শুরু। জবাবে এমআই কেপটাউনের হয়ে রিকেলটন ৬৫ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে ইথান বোশের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে ম্যাচ জিতে নেয় ডারবান।
তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় থেকে গেল সেই এক ক্যাচ যা বদলে দিল এক ভক্তের জীবন।
