
নতুন বছরের শুরুতেই প্রবল তুষারপাতের কবলে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম। একটানা বরফঝরার ফলে মন্দির চত্বর ও আশপাশের গোটা এলাকা সাদা চাদরে ঢেকে গিয়েছে। হিমাঙ্কের নীচে নেমে যাওয়া তাপমাত্রায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত স্থানীয় বাসিন্দা ও কর্মীরা।
শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের জেরে কেদারনাথ ধামের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হয়ে ওঠে। বরফ জমে রাস্তা ও খোলা জায়গা পিচ্ছিল হয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ। ঠান্ডার দাপটে বাইরে বেরোনো কঠিন হয়ে উঠেছে, ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজকর্মও।
তীব্র ঠান্ডা ও বরফ জমার কারণে কেদারনাথ ধামে চলমান পুনর্নির্মাণ ও উন্নয়নমূলক কাজেও বড়সড় প্রভাব পড়েছে। নির্মাণের গতি অনেকটাই কমে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত অক্টোবরে উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং কেদারনাথ ধাম পরিদর্শন করে চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধামের দরজা গত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে শীতকালের জন্য আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভাইফোঁটার দিন সকালে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করা হয়েছিল। সেই সময় প্রায় ১০ হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
প্রথা অনুযায়ী, ভগবান কেদারনাথের স্বয়ম্ভূ শিবলিঙ্গকে কুমজা, বুকলা, রাখ ও ব্রহ্মকমলের মতো স্থানীয় পবিত্র ফুল ও পাতায় সাজিয়ে সমাধির রূপ দেওয়া হয়। “জয় বাবা কেদার” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।
এদিকে, বদ্রীনাথ ধামের দরজাও ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে শীতকালের জন্য বন্ধ করা হয়েছে। শীতের মরশুমে আরও তুষারপাতের সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছে সূত্র।
