
ধুপগুড়ির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের যতীনের হাট এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, “টি.এম.সি মানে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেন তিনি।
যদিও বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি, তবু শাসক দল তৃণমূল কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলই কার্যত নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। পিছিয়ে নেই বিজেপিও। শনিবারের এই সভায় মিঠুন চক্রবর্তী ছিলেন প্রধান বক্তা। সভাস্থলে বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ভিড় চোখে পড়ার মতো ছিল। মেগাস্টারকে এক নজর দেখতে বহু মানুষ জড়ো হন।
মঞ্চে উঠেই তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মিঠুন। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করা, হিন্দু বিরোধী মৌলবাদকে প্রশ্রয় দেওয়া-সহ বিভিন্ন ইস্যুতে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে নিজের জনপ্রিয় সিনেমার সংলাপ ছুড়ে দেন দর্শকদের উদ্দেশ্যে, যা শুনে সভাস্থলে তুমুল করতালি পড়ে।
তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেও সাধারণ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ভিন্ন বার্তা দেন মিঠুন। তিনি বলেন, বিবেকবান তৃণমূল কর্মীরা চাইলে বিজেপির সঙ্গে একসঙ্গে কাজ করতে পারেন। একই আহ্বান জানান সিপিএম কর্মীদের প্রতিও।
এদিকে মিঠুনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এ ধরনের মন্তব্য মানুষের প্রকৃত সমস্যাকে আড়াল করার চেষ্টা ছাড়া কিছু নয়। শেষ পর্যন্ত এই রাজনৈতিক উত্তাপ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।
