
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দাবি ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ, চলতি বছরের মার্চ মাস থেকেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট। এমনও বলা হচ্ছিল, এটিএম থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) নাকি এই সিদ্ধান্ত নিয়েছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি ও আতঙ্ক।
এই পরিস্থিতিতে সামনে এসে বিষয়টি সম্পূর্ণভাবে খারিজ করল মোদী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ৫০০ টাকার নোট বাতিল বা ছাপা বন্ধ করার বিষয়ে RBI কোনও সিদ্ধান্ত নেয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে।
PIB-এর তরফে বলা হয়েছে, “কিছু পোস্টে দাবি করা হয়েছে, RBI ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি পুরোপুরি ভুয়ো। কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি।” পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদনও করা হয়েছে।
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে বাজারে চালু থাকা ৫০০ টাকার নোট পুরোপুরি বৈধ এবং স্বাভাবিকভাবেই লেনদেনে ব্যবহার করা যাচ্ছে। এটিএম বা ব্যাঙ্কিং ব্যবস্থায় এই নোট নিয়ে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।
উল্লেখ্য, অতীতেও একাধিকবার নোট বাতিল বা বড় অঙ্কের নোট বন্ধ হওয়ার গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। প্রতিবারই সরকার ও RBI-কে সামনে এসে সেই গুজব খারিজ করতে হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সব মিলিয়ে স্পষ্ট বার্তা, ৫০০ টাকার নোট নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সরকারি ঘোষণা ছাড়া এই ধরনের আর্থিক সিদ্ধান্তে বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও।
