
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক উত্তাপ বাড়াল নন্দীগ্রাম। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ২০২৬-এর নির্বাচনে মমতা যদি নন্দীগ্রাম থেকে আবার লড়েন, তবে এবার তাঁকে ২০ হাজার ভোটে হারাবেন।
শুভেন্দু অধিকারীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি মাত্র ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওই ব্যবধানের সঙ্গে এবার একটি শূন্য যোগ হবে। নন্দীগ্রামের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ২০২৬ সালেও কি নন্দীগ্রাম ফের হটসিট হতে চলেছে?
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম ছিল রাজ্যের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আসন। প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা, ভোটগণনার দিনে বিদ্যুৎ বিভ্রাট এবং ফলাফল ঘিরে আইনি লড়াই সব মিলিয়ে এই কেন্দ্র দীর্ঘদিন শিরোনামে ছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, অন্ধকারের সুযোগ নিয়ে কারচুপি করে জয়ী হয়েছিলেন শুভেন্দু। সেই মামলা এখনও বিচারাধীন।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গের পাশাপাশি এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়কের গ্রেপ্তার নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তৃণমূলের বিরুদ্ধে আইনি লড়াই করায় প্রতিহিংসামূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি নেতা জানান, স্বপন নায়কের পাশে তাঁর দল সম্পূর্ণভাবে রয়েছে।
নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও, শুভেন্দুর এই মন্তব্যে স্পষ্ট ২০২৬-এর আগে থেকেই নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই তুঙ্গে উঠতে চলেছে।
