
ভারতীয় ফুটবল আজ গভীর সংকটে। নতুন ইংরেজি বছর শুরু হলেও এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই লিগ শুরু হওয়ার কথা থাকলেও জানুয়ারি ২০২৬ পেরিয়ে গেলেও কবে মাঠে গড়াবে প্রতিযোগিতা, তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে দেশের ফুটবলকে বাঁচাতে এবার সরাসরি ফিফার দ্বারস্থ হলেন ভারতীয় দলের অভিজ্ঞ ফুটবলাররা।
এক ভিডিও বার্তায় ফিফার কাছে কাতর আবেদন জানিয়েছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে-সহ একাধিক জাতীয় দলের ফুটবলার। তাঁদের একটাই দাবি “ভারতীয় ফুটবলকে বাঁচান।” ভিডিওতে ফুটবলাররা স্পষ্ট ভাষায় জানান, জানুয়ারির এই সময়ে তাঁদের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার কথা ছিল। অথচ তাঁরা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার সামনে, ভীত এবং মরিয়া হয়ে।
ফুটবলারদের অভিযোগ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বর্তমানে তাদের প্রশাসনিক দায়িত্ব ঠিকভাবে পালন করতে ব্যর্থ। দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীনতা ও অচলাবস্থার কারণে ভারতীয় ফুটবল ‘স্থায়ী অসাড়তার’ দিকে এগোচ্ছে বলেই আশঙ্কা তাঁদের। তাই শেষ আশ্রয় হিসেবে তাঁরা ফিফার হস্তক্ষেপ কামনা করেছেন।
আইএসএল শুরু না হওয়ায় দেশের ক্লাব ফুটবল কার্যত থমকে গিয়েছে। এর প্রভাবও ভয়াবহ। মুম্বই সিটি এফসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সিটি ফুটবল গ্রুপ। ওড়িশা এফসি দল তুলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে ভারতীয় ফুটবলের কাঠামো আরও দুর্বল হয়ে পড়ছে।
২০১৪ সালে শুরু হওয়া আইএসএল গত এক দশকে দেশের প্রধান ফুটবল লিগে পরিণত হয়েছিল। কিন্তু চলতি মরসুমে সেই লিগ আদৌ হবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্নচিহ্ন। ফুটবলারদের এই আবেদন আদৌ ফিফার দৃষ্টি আকর্ষণ করবে কি না, সেদিকেই তাকিয়ে গোটা ভারতীয় ফুটবল মহল।
