
নন্দীগ্রাম থেকে ফের একবার তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুধু হিন্দু ভোট নয়, মুসলিম ভোটের দিকেও নজর দিতে চাইছে বঙ্গ বিজেপি। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ফের যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়েন, তবে তাঁকে ২০ হাজার ভোটে হারানো হবে। এই প্রসঙ্গেই তিনি বলেন, “তখন তো হিন্দুরা ছিল, এখন মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। গরিব মুসলমানরাও ভালো করে দেবে।”
এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এতদিন বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ প্রকাশ্যেই বলে এসেছে, মুসলিম ভোট না পেলেও হিন্দু ভোট একজোট হলেই ক্ষমতায় আসা সম্ভব। বিশেষ করে ২০২১ সালের পর শুভেন্দুর বক্তব্যে বারবার উঠে এসেছিল ‘আমরা ৩৯ শতাংশ, আর ৫-৬ শতাংশ হিন্দু ভোট এক হলে সরকার গড়া যাবে’ এই অঙ্ক। সেই সঙ্গে মুসলিম ভোটের প্রয়োজন নেই বলেই কার্যত বার্তা দেওয়া হয়েছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপির রাজ্য নেতৃত্বে বদলের পর সুর বদলাতে শুরু করেছে। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের কাছে পৌঁছনোর বার্তা শোনা যাচ্ছে বিজেপির মুখে মুখে। শুভেন্দুও কয়েকদিন আগে বলেন, তিনি কখনও বলেননি মুসলিমদের ভোট চান না, বরং বলেছেন বিজেপি তা পায় না। তাঁর দাবি, ২০১৯, ২০২১ ও ২০২৪ তিনটি বড় নির্বাচনে বিজেপি এক শতাংশেরও কম মুসলিম ভোট পেয়েছে।
