
নতুন ইংরেজি বছরের শুরুতেই ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বিসিসিআই শনিবার সিরিজের জন্য দল ঘোষণা করেছে। শুবমান গিল আবারও অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন, সঙ্গে সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং পেসার মহম্মদ সিরাজও।
শুবমান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন ঘাড়ে চোট পান এবং এর ফলে আগের ওডিআই সিরিজে খেলতে পারেননি। এবার তিনি ফিটনেস সার্টিফিকেট নিয়ে ওডিআই ফর্ম্যাটে ফেরার সুযোগ পেয়েছেন। শ্রেয়াস আইয়ার গত অক্টোবরে অস্ট্রেলিয়ার সফরে পাঁজরে মারাত্মক চোট পান এবং হাসপাতালে ভর্তি হন। দেশে ফিরে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবে থেকে ফিটনেস অর্জনের পর তিনি দলে যোগ দিয়েছেন। সিরাজও অস্ট্রেলিয়ার সফরের পর প্রথমবার দেশে আন্তর্জাতিক দলে ডাক পেলেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং ও যশস্বী জয়সোয়াল।
সিরিজের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি বঢোডরায় অনুষ্ঠিত হবে। ওডিআই সিরিজের পর দুই দল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ভারতীয় দলের এই দলে অভিজ্ঞ তারকাদের সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণ দেখা যাচ্ছে। বিশেষ করে শুবমান, শ্রেয়াস ও সিরাজের ফিটনেস ফেরার ফলে দলের ব্যালান্স আরও শক্তিশালী হয়েছে।
এই সিরিজ ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য নতুন বছরের শুরুতে বড় আকর্ষণ হবে, যেখানে নিয়মিত খেলোয়াড়দের ফর্ম পরীক্ষা হবে এবং নতুন ক্রিকেটারদের উজ্জ্বলতা দেখার সুযোগ মিলবে।
