
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড়সড় বিতর্কে জড়াল কলকাতা নাইট রাইডার্স ও বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআই-এর নির্দেশে কেকেআর স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর, যা ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, মেগা নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, বাংলাদেশি এই পেসারকে যেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই কেকেআর মুস্তাফিজুরকে দল থেকে ছাড়ে এবং সোশ্যাল মিডিয়া থেকেও তাঁর সমস্ত ছবি সরিয়ে ফেলা হয়।
এই ঘটনা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান। তিনি সংক্ষেপে বলেন, “যদি তারা আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কিছুই করার নেই।” তাঁর এই মন্তব্যে হতাশা স্পষ্ট হলেও কোনও ধরনের ক্ষোভ প্রকাশ করেননি তিনি।
এদিকে, এই ঘটনার রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে অনিচ্ছুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে, ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি তোলার জন্য। পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও উঠেছে বিভিন্ন মহলে।
তবে বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। বোর্ড কর্তাদের স্পষ্ট বক্তব্য, কোনও দেশের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু বদলানো সম্ভব নয়।
সব বিতর্কের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। লিটন দাসকে অধিনায়ক ও সইফ হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, যা ইঙ্গিত দিচ্ছে মাঠের বাইরের ঝড়ের মধ্যেও মাঠের লড়াইয়ে তিনি এখনো বাংলাদেশের ভরসার নাম।
