
বীরভূমে উৎসবের আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন পালন করা হল। সোমবার বীরভূম জেলার কঙ্কালীতলায় এই উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোগে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে প্রতীকীভাবে ৭১টি কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
শুধু আনুষ্ঠানিকতা নয়, জন্মদিনের আনন্দকে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়। এদিন কঙ্কালীতলা এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে পায়েস ও কেক বিতরণ করা হয়, যাতে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। গোটা অনুষ্ঠানজুড়ে ছিল খুশির আমেজ ও সৌহার্দ্যের পরিবেশ।
কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বেই রাজ্যে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এদিন কঙ্কালীতলা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে রাজ্যের সার্বিক উন্নতি ও শান্তি কামনা করেন তিনি।
এই কর্মসূচিতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। জন্মদিন উদযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে দৃষ্টান্ত তুলে ধরা হল, তা এলাকাবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
