
আজ, ৫ জানুয়ারি ২০২৬, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ এক দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী মমতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভোটমুখী বাংলায় এই সৌজন্য বিনিময় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।
জন্মদিনের দিনেই কর্মব্যস্ত সূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি গঙ্গাসাগর মেলা প্রস্তুতি পরিদর্শনে যাবেন এবং সেখানেই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু প্রকল্পের শিলান্যাস করবেন। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সেতু মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে। সেতু সম্পূর্ণ হলে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ার দূরত্ব কয়েক মিনিটে অতিক্রম করা যাবে। এর ফলে গঙ্গাসাগরগামী পূর্ণ্যার্থী, পর্যটক এবং সাগরদ্বীপের ৪৩টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে বড়সড় স্বস্তি মিলবে বলে প্রশাসনের দাবি।
এদিন শাহি স্নান পর্ব শেষ করেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রস্তুতি নেবেন। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, এর আগেও দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় পরিকাঠামো উন্নয়নে তাঁর এই উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে আলোচিত হয়েছে।
অন্যদিকে, রাজ্য রাজনীতিতে উত্তাপও তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, অন্যদিকে বিজেপির সংকল্প যাত্রা, সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। জন্মদিনের শুভেচ্ছা, উন্নয়ন প্রকল্পের সূচনা এবং রাজনৈতিক কর্মসূচি, সব মিলিয়ে আজকের দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করছে।
