
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজ্য সরকারের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন এবং নির্বাচন কমিশনের পদক্ষেপের পূর্ণ সমর্থন জানান।
শুভেন্দুর দাবি, SIR কোনও হঠকারী বা অপরিকল্পিত প্রক্রিয়া নয়। বরং দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় ঢুকে পড়া ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম চিহ্নিত করে বাদ দেওয়ার জন্যই এই উদ্যোগ। তাঁর বক্তব্য, শাসকদল এতদিন এই অনিয়ম থেকে সুবিধা পেয়েছে বলেই এখন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।
চিঠিতে বিরোধী দলনেতা আরও বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করছেন। এতে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা ক্ষুণ্ণ হতে পারে। শুভেন্দুর দাবি, মাঠপর্যায়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নথি যাচাই করাচ্ছেন এবং কমিশনের সংশোধন প্রক্রিয়াকে সমর্থন করছেন।
SIR প্রক্রিয়ায় প্রশিক্ষণ, সময়সীমা ও প্রযুক্তি ব্যবহারের প্রশ্নেও রাজ্য সরকারের অভিযোগ খারিজ করেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, সারা দেশেই একই নিয়মে এই সংশোধন চলছে। প্রযুক্তিগত ব্যবস্থাও যথেষ্ট স্বচ্ছ ও কার্যকর। কোথাও সামান্য পরিবর্তন হলে তা পরিস্থিতির প্রয়োজনে করা হয়েছে।
একই সঙ্গে কমিশনের পর্যবেক্ষক নিয়োগ এবং বুথ স্তরের এজেন্টদের ভূমিকা সীমিত করার সিদ্ধান্তকে সমর্থন করে শুভেন্দু বলেন, এতে নিরপেক্ষতা বজায় থাকবে এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ কমবে।
চিঠির শেষাংশে নির্বাচন কমিশনকে কোনও চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর মতে, SIR প্রক্রিয়া শেষ পর্যন্ত প্রকৃত ভোটারের অধিকার রক্ষা করবে এবং গণতন্ত্রকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাবে।
