
বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন আনা হলো। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্য কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুনভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে। এর সঙ্গে বাপি গোস্বামী ও শশী অগ্নিহোত্রীও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আগের সাধারণ সম্পাদকরা, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো ও লকেট চট্টোপাধ্যায়, এর মধ্যে অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায়কে নতুনভাবে সহ-সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। বাকিরা তাদের পুরনো দায়িত্বে রয়েছেন।
দলের বিভিন্ন মোর্চার দায়িত্বও নতুনভাবে বণ্টন করা হয়েছে। যুব মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ইন্দ্রনীল খাঁকে, মহিলা মোর্চার দায়িত্বে ফাল্গুনী পাত্রকে, কিষান মোর্চার দায়িত্বে রাজীব ভৌমিক, ওবিসি মোর্চার দায়িত্বে শুভেন্দু সরকার, এসসি মোর্চার দায়িত্বে সুজিত বিশ্বাস এবং এসটি মোর্চার দায়িত্বে খগেন মুর্মুকে। এছাড়া সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে আলী হোসেনকে।
ভোটের আগে এই ধরনের রদবদল দলের কার্যকারিতা বাড়াতে এবং বিভিন্ন মোর্চার নেতৃত্বকে সক্রিয় রাখতে সাহায্য করবে। নতুন কমিটি ও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশে বঙ্গ বিজেপি একটি শক্তিশালী ও সম্প্রসারিত দল হিসেবে মাঠে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।
বিধানসভা ভোটের দফা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সাংগঠনিক রদবদল বিজেপির নির্বাচনী কৌশল ও প্রস্তুতিকে নতুন মাত্রা দেবে।
