
বাংলাদেশে আবারও এক হিন্দু সংখ্যালঘু যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। চুরির সন্দেহে জনতার ধাওয়া থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে ২৫ বছরের মিঠুন সরকারের। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি বাজার এলাকায়। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ডুবুরি দলের সহায়তায় খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ হাট চকগৌরি বাজারে চোর সন্দেহে কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করে। আতঙ্কে তিনি দৌড়ে বাজার সংলগ্ন একটি খালে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। দীর্ঘ চেষ্টা শেষে খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক নওগাঁ জেলার ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মিঠুন আদৌ কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
গত কয়েক দিনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ সামনে এসেছে। সোমবার যশোরে এক হিন্দু ব্যবসায়ী ও একটি সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদককে গুলি করে খুনের ঘটনা ঘটে। একই দিনে নরসিংদীতে এক হিন্দু মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে শরিয়তপুর, রাজবাড়ি ও ময়মনসিংহে সংখ্যালঘু হিন্দুদের পিটিয়ে বা নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে।
মিঠুন সরকারের মৃত্যু সেই ধারাবাহিক ঘটনার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াল। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা জরুরি।
