
২০২৬ সালে ব্যাঙ্ক ঋণগ্রহীতাদের জন্য বড়সড় স্বস্তির ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক বিভিন্ন আর্থিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফের সুদের হার কমাতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে হোম লোন ও কার লোনের উপর যার ফলে মাসিক কিস্তি বা EMI আরও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ২০২৫ সালেই RBI চার দফায় রেপো রেট কমিয়েছিল। তার জেরে একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হার হ্রাস করে, যার ফলে সাধারণ মানুষের উপর EMI-র চাপ অনেকটাই লাঘব হয়। অর্থনীতিবিদদের মতে, সেই প্রক্রিয়া এখানেই থামছে না। ২০২৬ সালেও সুদ কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
IIFL Capital-এর একটি রিপোর্টে জানানো হয়েছে, ২০২৬ সালে মোট ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমানো হতে পারে। এর মধ্যে ফেব্রুয়ারির মুদ্রানীতি বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট এবং পরবর্তী সময়ে আরও ২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তাহলে নতুন ও পুরনো দুই ধরনের ঋণগ্রহীতারই উপকার হবে।
বর্তমানে রেপো রেট ও কোর CPI-এর মধ্যে ব্যবধান প্রায় ২.৮ শতাংশ, যা গত সাত বছরের গড় ব্যবধান ১.১ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। এই কারণেই বিশেষজ্ঞদের একাংশের মত, RBI সুদের হার কমানোর জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে।
এছাড়াও, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকা, অর্থনৈতিক বৃদ্ধির হার (GDP) স্থিতিশীল থাকা এবং ভোক্তা চাহিদা ধরে রাখার লক্ষ্য এই সবকিছু মিলিয়ে সুদ কমানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সব মিলিয়ে, ২০২৬ সাল ঋণগ্রহীতাদের জন্য আশার আলো দেখাচ্ছে বলেই মনে করছেন আর্থিক মহল।
