
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। এবার SIR শুনানির নোটিস পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে রণজিৎ মুখোপাধ্যায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম না থাকায় নিয়ম মেনেই এই নোটিস পাঠানো হয়েছে।
রণজিৎ মুখোপাধ্যায় জানান, ২০০২ সালে তাঁর বাবা উত্তরবঙ্গে কর্মরত ছিলেন। সেই সময় প্রসূন মুখোপাধ্যায় IG পদে দায়িত্ব পালন করছিলেন। সেই কারণেই সম্ভবত ওই বছরের ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। রণজিৎ বলেন, “আমাকে এবং আমার বাবাকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানো হয়েছে। ১৪ ও ১৫ তারিখ সংশ্লিষ্ট SDO অফিসে গিয়ে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা বৈধ ভোটার। নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে।”
তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ায় একাধিক প্রকৃত ভারতীয় নাগরিক সমস্যায় পড়ছেন। রণজিতের কথায়, “বিজেপি ভেবেছিল রোহিঙ্গা বা মুসলিমদের নাম বেশি বাদ যাবে। বাস্তবে দেখা যাচ্ছে বহু হিন্দু নাগরিকের নামও তালিকা থেকে বাদ পড়ছে।” উল্লেখ্য, রণজিৎ মুখোপাধ্যায় ২০১৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রসঙ্গত, এর আগেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছে SIR নোটিস পাঠানো হয়েছিল। পরে নির্বাচন কমিশন জানায়, নাম সংক্রান্ত ত্রুটির কারণেই ওই নোটিস জারি হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, ব্লক লেভেল অফিসার (BLO) অমর্ত্য সেনের বাড়িতে গিয়েই শুনানির প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এছাড়াও শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও SIR শুনানির নোটিস পাঠানো হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র হচ্ছে।
