
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার ঠিক এক মাস আগে নতুন করে বিতর্ক উসকে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে নির্ধারিত বিশ্বকাপের ম্যাচগুলি সরানোর দাবিতে ফের আইসিসি-কে চিঠি পাঠিয়েছে তারা। বিসিবির দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে এসে তাদের দলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বইয়ে হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ শুরুর মুখে ভারতে আসতেই অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ দল। নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকদিন আগেই আইসিসি-কে প্রথম চিঠি পাঠানো হয়েছিল। যদিও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই দাবি খারিজ করে দেয়।
জানা গিয়েছে, আইসিসির তরফে নাকচ হওয়ার পর বাংলাদেশে ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। সেই বৈঠকের পরই ফের নতুন করে আইসিসি-কে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির বক্তব্য, নিজেদের দেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে সামনে রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ এই যুক্তিকে মানতে নারাজ। তাঁদের মতে, পাকিস্তান বাদে বিশ্বের প্রায় সব বড় দলই ভারতে এসে খেলতে রাজি হয়েছে। সেখানে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা যথেষ্ট বিস্ময়কর। অনেকেরই দাবি, এই সিদ্ধান্তের পিছনে কেবল নিরাপত্তা নয়, অন্য কোনও কূটনৈতিক বা রাজনৈতিক চাপ কাজ করছে কি না, সেই প্রশ্নও উঠে যাচ্ছে।
এদিকে বিসিসিআই-এর নির্দেশে আইপিএলে খেলার সুযোগ হারিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কেকেআর থেকে তাঁকে ছাড়ার সিদ্ধান্তের পরই বিসিবি ভারতের নিরাপত্তা প্রসঙ্গকে সামনে এনে আরও কঠোর অবস্থান নেয় বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে বাংলাদেশের এই অবস্থান নতুন করে জটিলতা তৈরি করেছে। এখন দেখার, আইসিসি দ্বিতীয়বারও তাদের দাবি খারিজ করে দেয়, নাকি ভেন্যু পরিবর্তন নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত আসে।
