
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রা মঙ্গলবার কলকাতায় আই-প্যাকের অফিসে Enforcement Directorate (ED)–এর হানাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি এই অভিযানকে “রাজনৈতিক গুপ্তচরবৃত্তি এবং তোলাবাজি” হিসেবে আখ্যা দিয়েছেন।
মৈত্রা বলেন, এই তল্লাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের নির্বাচনী কৌশলগত তথ্য চুরির উদ্দেশ্যে করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ED শুধু বিরোধী দলকে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। মৈত্রা বলেন, “এডি এখন ‘তোলাবাজি অধিদপ্তর’ হয়ে গেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি এটি স্পষ্ট আঘাত।”
তিনি আরও বলেন, আই-প্যাকের অফিসে থাকা নথি এবং হার্ডডিস্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করেছেন, যা না হলে ED এই গুরুত্বপূর্ণ দলীয় তথ্য হাতিয়ে নিত। মৈত্রা এবং অন্যান্য TMC সাংসদরা দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়ার সময় আটক হয়েছেন।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তল্লাশি মূলত কয়লা পাচার সংক্রান্ত মামলার তদন্তের অংশ, এবং এটি কোনো রাজনৈতিক সংস্থাকে লক্ষ্য করে করা হয়নি। তবে TMC নেতৃত্ব এই যুক্তিকে মানতে নারাজ। রাজনৈতিক মহলে এই ঘটনার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
মৈত্রা বলেন, “আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা হচ্ছে। কেন্দ্র শুধু বিরোধী দলকে রাজনৈতিক চাপের মুখে ফেলতে চাইছে।” এই ঘটনা ইতোমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
