
কলকাতা হাইকোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি শুরু হওয়ার আগেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও কোর্টরুমে অতিরিক্ত ভিড় ও লাগাতার হইচইয়ের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বারবার সতর্ক করা সত্ত্বেও বিশৃঙ্খলা না থামায় ক্ষোভ প্রকাশ করে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। শেষ পর্যন্ত ওই দিনের মতো শুনানি স্থগিত করে আগামী ১৪ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়।
সূত্রের খবর, সকাল থেকেই কোর্টরুমে আইনজীবী ও মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের উপস্থিতিতে ঠাসাঠাসি ভিড় জমে। শুনানি শুরুর আগেই তর্ক-বিতর্ক ও উচ্চস্বরে কথা বলা শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পরও ভিড় না কমায় এবং শৃঙ্খলা ফেরানো না যাওয়ায় বিচারপতি লিখিত নির্দেশে জানিয়ে দেন, এ দিন আর শুনানি সম্ভব নয়।
এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়েছে। সেই মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষভুক্ত করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলারই শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দিন কোনও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ছিল না। ফলে শুনানি পিছিয়ে যাওয়ায় রাজনৈতিক ও আইনি মহলে উত্তাপ আরও বাড়ল। আগামী ১৪ জানুয়ারি এই মামলার শুনানির দিকে তাকিয়ে এখন রাজ্য রাজনীতির নজর।
