
কলকাতা: আই-প্যাকের অফিসে ইডি তল্লাশি এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকার প্রতিবাদে শুক্রবার যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার মঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে অতীতের রাজনৈতিক লড়াই, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং আসন্ন নির্বাচনের ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা জেগে উঠেছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তার প্রমাণ। তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে অতীতে সিপিএমের আমলে হাজরাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন। “সারা শরীরে আঘাত নিয়ে কাজ করেছি। যেদিন আমাকে কেউ আঘাত করে, সেদিন আমার পুনর্জীবন হয়,” বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আঘাত তাঁকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে।
এসআইআর ইস্যুতেও কেন্দ্রকে তোপ দাগেন মমতা। অভিযোগ করেন, শুনানিতে ডেকে তথ্য জমা নিলেও রসিদ দেওয়া হচ্ছে না। ৯০ বছরের বৃদ্ধাকে ডেকে পাঠানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। রাজ্যে রোহিঙ্গা না থাকলেও কেন বাংলাকে নিশানা করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ঙ্কর।” কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলে তিনি জানান, আবাস, জল, মিড-ডে মিল-সহ একাধিক প্রকল্পের অর্থ চার বছর ধরে বন্ধ। দিল্লিতে তৃণমূল সাংসদদের বিক্ষোভে পুলিশের ভূমিকার সমালোচনাও করেন তিনি।
আই-প্যাক অফিসে ইডি তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে একের পর এক রাজ্য দখলের চেষ্টা চলছে। কয়লা পাচার নিয়েও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে বলেন, তাঁর কাছে নাকি সব তথ্য পেনড্রাইভে রয়েছে। প্রয়োজনে সব ফাঁস করার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।
