
খুনের হুমকির আবহেও নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগেই ঘোষণা করেছিলেন, কোনও ভয় বা চাপের তোয়াক্কা না করে তিনি রাস্তায় নামবেন। কথামতোই শুক্রবার সকালে কলকাতার ডেকার্স লেনে হেঁটে বেড়ালেন রাজ্যপাল। অফিসপাড়ার সেই সময়টা তখনও পুরোপুরি কর্মব্যস্ত হয়ে ওঠেনি। কোথাও মানুষ খাবার খাচ্ছেন, কোথাও দোকান খুলতে ব্যস্ত ব্যবসায়ীরা। সেই সাধারণ পরিবেশেই হাজির হন রাজ্যপাল।
রাস্তায় নেমে শুধু হাঁটলেনই না, অনেকের সঙ্গে কথা বললেন, করমর্দন করলেন এবং শিশুদের হাতে চকোলেট তুলে দিলেন। হুমকির খবর জানার পরেও তাঁর এই আচরণে স্বাভাবিকভাবেই চমকিত সাধারণ মানুষ। অনেকেই রাজ্যপালের সাহসিকতার প্রশংসা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে ইমেলের মাধ্যমে রাজ্যপালকে খুনের হুমকি দেওয়া হয়। লোকভবনের আধিকারিকদের ইনবক্সে পৌঁছনো সেই মেসেজে স্পষ্টভাবে রাজ্যপালকে ‘উড়িয়ে দেওয়ার’ কথা লেখা ছিল। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকা হয় এবং বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়।
লোকভবন সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ‘জেড প্লাস’ নিরাপত্তা থাকা সত্ত্বেও এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, এর আগেও একাধিকবার রাজ্যপালকে লক্ষ্য করে হুমকি এসেছে।
এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শহরে আলাদা আলাদা কর্মসূচিতে রাস্তায় নামছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে পুলিশের ওপর চাপ বাড়ছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। তবে সবকিছুর মাঝেও রাজ্যপালের এই পদক্ষেপে স্পষ্ট বার্তা, হুমকির কাছে মাথা নত নয়, জনতার সঙ্গেই থাকার অঙ্গীকারই তাঁর মূল শক্তি।
