
I-PAC ইস্যুতে ফের রাজনৈতিক পারদ চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু দাবি করেন, I-PAC-এর অ্যাকাউন্টে দুর্নীতির মাধ্যমে ১৬ কোটি টাকা ঢুকেছিল এবং সেই লেনদেনের চেক নম্বরও তাঁর কাছে রয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রীয় জল-জীবন মিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৮০০ কোটি টাকা। কিন্তু বাস্তবে সেই অর্থের সঠিক ব্যবহার হয়নি। তাঁর দাবি, ২০২১ সালে ওই প্রকল্পের কাজের বরাত পায় একটি সংস্থা, যার মোট বরাদ্দ ছিল প্রায় ১৭০ কোটি টাকা। সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে কাকদ্বীপের একটি ব্যাঙ্ক হয়ে ১৬ কোটি টাকা I-PAC-এর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এই লেনদেনের নথি ও চেক নম্বর তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা।
এদিন শুভেন্দু আরও অভিযোগ করেন, I-PAC-এ তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছিলেন। তাঁর দাবি, তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফাইল ও একটি ল্যাপটপ নিয়ে চলে যান, যা সম্পূর্ণ বেআইনি এবং ফৌজদারি অপরাধের শামিল। সেই ল্যাপটপে কী তথ্য ছিল, তা এখনও অজানা বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, I-PAC কোনও রাজনৈতিক দলের অফিস নয়, এটি একটি কর্পোরেট সংস্থা। সেক্ষেত্রে সেখানে দলের গোপন নথি বা প্রার্থী তালিকা কেন থাকবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
শেষে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন, তাঁর বাড়িতে যেমন সিবিআই পাঠানো হয়েছিল, তেমনই যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হয়, তাহলে আরও বড় অঙ্কের দুর্নীতির টাকা উদ্ধার হতে পারে। I-PAC কাণ্ড ঘিরে এই অভিযোগ-প্রতিযোগিতায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
