
বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড়। দেশের অন্যতম সফল ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে প্রকাশ্যে আক্রমণ করে বসলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্তা। বিসিবির ডিরেক্টর ও আর্থিক কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় তামিমকে “পরীক্ষিত ভারতীয় দালাল” বলে কটাক্ষ করেন। সেই মন্তব্য ভাইরাল হতেই শুরু হয় প্রবল বিতর্ক।
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত মতামত জানিয়েছিলেন বলেই এই আক্রমণ, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তামিম। দেশের হয়ে ২০০৭ সালে অভিষেকের পর ২০২৩ পর্যন্ত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সম্প্রতি এক মন্তব্যে তামিম বলেন, বোর্ডে থাকলে তিনি সিদ্ধান্ত নিতেন দেশের ভবিষ্যৎ ও সার্বিক স্বার্থ মাথায় রেখে। তাঁর মতে, অনেক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, সব দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
এই বক্তব্যই ভালোভাবে নিতে পারেননি বিসিবির কয়েকজন কর্তা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬-এ ছাড়ার বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার পক্ষে ছিলেন তামিম। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের ক্রিকেটের প্রায় ৯০–৯৫ শতাংশ আয় আসে আইসিসি থেকে। তাই আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এদিকে নাজমুল ইসলামের মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হতেই তিনি পোস্টটি মুছে ফেলেন। তবে তাতেও বিতর্ক থামেনি। দেশের প্রাক্তন অধিনায়ককে এভাবে আক্রমণ করা নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহল এখন দ্বিধাবিভক্ত। একদিকে ভারত ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক, অন্যদিকে জাতীয় স্বার্থ, এই টানাপোড়েনেই নতুন করে প্রশ্নের মুখে বিসিবির ভূমিকা।
