
পারমিতা রায়
শতবর্ষের ঐতিহ্য বয়ে আনা ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বছরের শুরুতেই পর্যটকদের জন্য নিয়ে এল বড় সুখবর। পাহাড়ি পথে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে চালু হতে চলেছে টয় ট্রেনের বিশেষ ‘জয় রাইড–জঙ্গল সাফারি’। শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত গিয়ে আবার শিলিগুড়ি জংশনে ফিরে আসবে এই বিশেষ ট্রেন। ১১ জানুয়ারি থেকে প্রতি শনি ও রবিবার এই জয় রাইড চালু হওয়ায় নতুন করে আশার আলো দেখছে উত্তরবঙ্গের পর্যটন মহল।
এই বিশেষ জয় রাইডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নাথ এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী-র। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের উন্নত পরিষেবা দিতে পিপিপি (PPP) মডেলে বেসরকারি সংস্থার সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঐতিহ্য ও আধুনিক পর্যটনের মেলবন্ধনে এই উদ্যোগ টয় ট্রেনকে নতুনভাবে তুলে ধরবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, এই জয় রাইডে মোট তিনটি কামরা থাকবে। এর মধ্যে দুটি কামরার টিকিট বেসরকারি সংস্থার মাধ্যমে বুক করা যাবে এবং একটি কামরার টিকিট আইআরসিটিসির মাধ্যমে পাওয়া যাবে। শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পৌঁছে ট্রেন সেখানে কিছুক্ষণ দাঁড়াবে। এই সময় পর্যটকদের জন্য তিনধারিয়া স্মৃতিবন পার্ক ভ্রমণ, নেপালি লোকনৃত্য, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং বিভিন্ন ফ্যামিলি গেমসের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভাড়ার দিক থেকেও এই জয় রাইডে রয়েছে একাধিক বিকল্প। বেসরকারি সংস্থার পরিচালিত কামরাগুলিতে মাথাপিছু ভাড়া ২১৯৯ টাকা, যার মধ্যে রয়েছে প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, বিকেলের জলখাবার এবং চায়ের সঙ্গে স্থানীয় জনপ্রিয় মোমো। অন্যদিকে, রেলের অধীনে থাকা কামরায় শুধুমাত্র যাতায়াতের সুবিধা মিলবে—সিঙ্গেল ট্রিপের ভাড়া ৫০০ টাকা এবং রাউন্ড ট্রিপের ভাড়া ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যদিও টয় ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থার যুক্ত হওয়া নিয়ে বেসরকারিকরণ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, তবে ডিএইচআর ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির সেক্রেটারি জেনারেল রাজ বসু এবং ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, এটিকে বেসরকারিকরণ বলা ঠিক নয়। তাঁদের দাবি, বেসরকারি সংস্থা আগাম সমস্ত আসনের ভাড়া রেলকে পরিশোধ করবে, ফলে যাত্রী কম হলেও রেলের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই—বরং রেলই লাভবান হবে। উল্লেখ্য, কোভিডের আগে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি পরিষেবা চালু হলেও তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর নতুন পরিকল্পনায় ফের জঙ্গল সাফারি ফিরিয়ে এনে পাহাড়, জঙ্গল ও সংস্কৃতির স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দিচ্ছে এই ঐতিহ্যবাহী টয় ট্রেন—এমনটাই আশাবাদী পর্যটন মহল।
বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামী, জানান যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই পর্যটকদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে। গয়া বাড়ি পৌঁছে পর্যটকদের জন্য বিশেষ পিকনিকের আয়োজন করা হয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের জনপ্রিয় ট্র্যাডিশনাল খাবার মোমোর ব্যবস্থাও থাকছে।
