
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, প্রায় ১৫ মিনিট ধরে দু’জনের মধ্যে কথা হয়। হামলার ঘটনার বিস্তারিত বিবরণ শুভেন্দুর কাছ থেকে জানতে চান শাহ।
ঘটনাটি ঘটে শনিবার রাতে। পুরুলিয়ায় একটি কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে রাত আনুমানিক ৮টা ২০ মিনিট নাগাদ চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, রাস্তার এক পাশে বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন, অন্যদিকে তৃণমূলের পতাকা হাতে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। শুভেন্দুর গাড়ি যাওয়ার সময়ই হামলা হয় বলে দাবি বিরোধী দলনেতার।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, হামলাকারীদের হাতে পেট্রল ও ডিজেল ছিল এবং তাঁর গাড়িতে আগুন লাগানোর পরিকল্পনাও করা হয়েছিল। ঘটনার পর তিনি সোজা চন্দ্রকোনা থানার বিট হাউসে পৌঁছে অবস্থান বিক্ষোভ শুরু করেন। আইসির ঘরের মেঝেতে বসে পড়ে তিনি জানান, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি থানাতেই বসে থাকবেন। প্রায় ছয় ঘণ্টা পর গভীর রাতে তিনি থানা থেকে বের হন এবং থানার বাইরে থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিলের নেতৃত্ব দেন।
এই ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অফিসের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। পাশাপাশি, বিরোধী দলনেতার অফিস থেকে ঘটনার পাঁচটি ভিডিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং আগামী ১৩ জানুয়ারি চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলে অংশ নেবেন।
সব মিলিয়ে, শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ এবং অমিত শাহের হস্তক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়।
