
আর অপেক্ষা নয়, খুব শিগগিরই বাংলার রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে এই অত্যাধুনিক স্লিপার ট্রেন। আগামী ১৭ জানুয়ারি মালদহ স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে রেল সূত্রে জানা গিয়েছে। নতুন এই ট্রেন ঘিরে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখানে কোনও আরএসি বা ওয়েটলিস্ট টিকিট থাকবে না। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ট্রেনে কেবলমাত্র কনফার্ম টিকিটই ইস্যু করা হবে। ফলে যাত্রীরা টিকিট কনফার্ম হওয়ার নিশ্চয়তা পেয়েই যাত্রা করতে পারবেন। যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্য কোটা, এমনকি ডিউটি পাস কোটাও রাখা হচ্ছে।
ভাড়ার ক্ষেত্রেও একাধিক তথ্য সামনে এসেছে। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের ভাড়া ধার্য করা হবে। ৩এসি কোচে প্রতি কিলোমিটারে ভাড়া ২.৪ টাকা, ২এসি-তে ৩.১ টাকা এবং ১এসি-তে ৩.৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে ৪০০ কিলোমিটার যাত্রায় ৩এসি-তে ভাড়া পড়বে প্রায় ৯৬০ টাকা, ২এসি-তে ১২৪০ টাকা এবং ১এসি-তে ১৫২০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত জিএসটি যুক্ত হবে।
হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে ৩এসি-তে ভাড়া হবে আনুমানিক ২৪০০ টাকা, ২এসি-তে ৩১০০ টাকা এবং ১এসি-তে ৩৮০০ টাকা। যদিও এই ভাড়া রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের তুলনায় কিছুটা বেশি, তবুও উন্নত পরিষেবা ও নিশ্চিত টিকিট ব্যবস্থার কারণে বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছে রেল।
