
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার ধর্ষণ সংক্রান্ত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মহিলাদের নিয়ে করা তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজের সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে।
সম্প্রতি এক জনসভায় ফুল সিং বারাইয়া দাবি করেন, তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মহিলাদের ধর্ষণ করলে নাকি “তীর্থযাত্রার মতো পুণ্য” অর্জিত হয় এমন কথা ধর্মগ্রন্থে লেখা আছে বলে তাঁর বক্তব্য। শুধু তাই নয়, তিনি আরও বলেন, এই সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের পিছনে নাকি সৌন্দর্যের প্রশ্ন নেই এবং কোনও মহিলা সম্মতি না দিলে তাঁকে ধর্ষণ করা সম্ভব নয়। কোন ধর্মগ্রন্থে এমন কথা লেখা আছে, সে বিষয়ে অবশ্য কোনও নির্দিষ্ট উল্লেখ করেননি বিধায়ক।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং কংগ্রেস নেতৃত্বের উচিত অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও মন্তব্যটিকে “মানবিক মূল্যবোধের পরিপন্থী” বলে আখ্যা দেন এবং গভীর ক্ষোভ প্রকাশ করেন। বিজেপির তরফে দাবি ওঠে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অভিযুক্ত বিধায়ককে দল থেকে সাসপেন্ড করতে হবে।
সমালোচনার ঝড় সত্ত্বেও নিজের অবস্থানে অনড় ফুল সিং বারাইয়া। তিনি স্পষ্ট জানান, তিনি মন্তব্য প্রত্যাহার করবেন না। সংবাদমাধ্যমের বিরুদ্ধে “ক্যাঙারু কোর্ট” বসানোর অভিযোগ তুলে বলেন, তাঁর মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার কারও নেই।
উল্লেখ্য, ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন ফুল সিং বারাইয়া। এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। তবে এবারের মন্তব্য কংগ্রেসের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
