
মালদহে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন। পতাকা নেড়ে এই অত্যাধুনিক ট্রেনের যাত্রা সূচনা করেন তিনি। উদ্বোধনের মুহূর্তে স্টেশন চত্বরে উপচে পড়ে মানুষের ভিড়। ট্রেনটি মালদহ থেকে অসমের উদ্দেশে রওনা হয়েছে, যা উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বাংলা সফরের প্রথম দিনেই এই বড় ঘোষণা ঘিরে মালদহবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের পর মোদী নিজে ট্রেনের ভিতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন। প্রথম যাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পেয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের নিরাপত্তা, আরাম ও সময় বাঁচানোর দিকটি কীভাবে নিশ্চিত করা হয়েছে, সে বিষয়েও আগ্রহ নিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকলেও, বাস্তবে এটি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিতে চলবে। মোট ১৮টি কামরা নিয়ে গঠিত এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। আধুনিক স্লিপার কোচ, উন্নত শৌচালয় ব্যবস্থা, নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তি এবং আরামদায়ক যাত্রার সুবিধা এই ট্রেনের মূল আকর্ষণ।
এই বন্দে ভারত স্লিপার ট্রেন শুধু একটি নতুন রেল পরিষেবা নয়, বরং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
