
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচের আগে আধ্যাত্মিক পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। এই বিশেষ মুহূর্তে বিরাটের সঙ্গে ছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবও। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই পুজোকে অনেকেই মানসিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক একদিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজে বর্তমানে দুই দলই ১-১ সমতায় রয়েছে। প্রথম ম্যাচে ভারত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড। ফলে সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচে দুই দলের উপরই বাড়তি চাপ থাকবে।
এই চাপের মাঝেই ম্যাচের আগের দিন উজ্জয়িনীতে পৌঁছে মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন বিরাট ও কুলদীপ। নিরাপত্তারক্ষী ও সেবায়েতদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তাঁরা প্রার্থনায় অংশ নেন। পুজোর সময় বিরাট কোহলির মুখে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি শোনা যায়। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেশের জার্সি গায়ে খেলছেন বিরাট কোহলি। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর থেকে তাঁর ব্যাটিং ফর্ম নজর কাড়ছে ক্রিকেটমহলের। একাধিক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তাই সিরিজের নির্ণায়ক ম্যাচে স্বাভাবিকভাবেই বিরাটের দিকেই থাকবে সমর্থকদের বাড়তি নজর।
মহাকালের আশীর্বাদ নিয়ে মাঠে নামার পর রবিবার বিরাট কোহলি কতটা ঝলক দেখাতে পারেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
