
কলকাতা: ফের রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক। করোনার স্মৃতি এখনও টাটকা, তার মধ্যেই নিপা সংক্রমণ ঘিরে সতর্ক রাজ্য সরকার। নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে নতুন করে কড়া গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর। শনিবার স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের চিকিৎসক দল এই নির্দেশিকা প্রকাশ করেছে।
গাইডলাইনে স্পষ্ট জানানো হয়েছে, নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা কোনও ব্যক্তির রক্ত, শরীরের ফ্লুইড, হাঁচি-কাশি কিংবা ড্রপলেটের সংস্পর্শে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ‘হোম কোয়ারেন্টিন’-এ থাকতে হবে। আক্রান্ত বা উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে বদ্ধ জায়গায় থাকা মানেই ‘হাই রিস্ক’ হিসেবে বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের দিনে দু’বার করে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে এবং আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে রোগীকে। যাদের মধ্যে নিপার উপসর্গ ধরা পড়ছে, তাদের নমুনা দ্রুত আরটি-পিসিআর পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে। নিপা আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রতি পাঁচ দিন অন্তর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক।
স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, একই দিনে টানা দু’বার রিপোর্ট নেগেটিভ না এলে কোনওভাবেই ওষুধ বন্ধ করা যাবে না বা হাসপাতাল থেকে ছাড়া মিলবে না।
উল্লেখ্য, সম্প্রতি বারাসতে দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। বর্তমানে দু’জনই চিকিৎসাধীন। সূত্রের খবর, এক জন নার্স কোমায় রয়েছেন, অন্য জন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ইতিমধ্যেই কন্ট্যাক্ট ট্রেসিং করে ৮২ জনকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, আপাতত খেজুর রস, ফলের রস ও কাটা ফল এড়িয়ে চলাই ভালো। সতর্কতামূলকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামান্য অসুস্থতা অনুভব করলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
