
সিঙ্গুরের জনসভা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে। বিশেষ করে মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকারের চালু করা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
মোদী বলেন, মৎস্যজীবীদের স্বার্থে একটি সর্বভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে রাজ্যগুলিকে নিজেদের এলাকার মৎস্যজীবীদের নাম নথিভুক্ত করার কথা। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়ায় ‘ব্রেক’ লাগিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। প্রধানমন্ত্রী জানান, তিনি একাধিকবার রাজ্য সরকারকে চিঠি লিখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেই চিঠি পড়েন না। এমনকি প্রশাসনিক আধিকারিকদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে দেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, তৃণমূল সরকার রাজ্যের মৎস্যজীবীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে এবং কেন্দ্রের যোজনায় তাঁদের রেজিস্ট্রেশনে কোনও সাহায্য করছে না।
এর পাশাপাশি মোদী তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দিয়ে বলেন, দেশের ভোটাররা এখন সচেতন। যাঁরা উন্নয়নে বাধা দিচ্ছেন, তাঁদের শাস্তি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে দিল্লির আগের সরকারের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প কার্যকর হতে দেওয়া হয়নি, যার ফলেই মানুষ সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের মানুষও এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের মানুষ তৃণমূল সরকারকে উপযুক্ত জবাব দেবে এবং বিজেপি সরকার গঠনের পথে এগোবে।
