
গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসানে নতুন কূটনৈতিক উদ্যোগ নিতে ‘বোর্ড অব পিস’ গঠনের পথে হাঁটছে আমেরিকা। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এই চিঠির বিষয়বস্তু প্রকাশ্যে আনেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
চিঠিতে ট্রাম্প লেখেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি “ঐতিহাসিক ও সাহসী উদ্যোগ”। গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থামাতে তাঁর প্রশাসনের প্রস্তাবিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের দায়িত্ব থাকবে এই বোর্ডের উপর। ট্রাম্পের ভাষায়, এটি হবে এমন এক মঞ্চ, যেখানে বিশ্বের সম্মানিত নেতারা একত্রিত হয়ে দীর্ঘমেয়াদি শান্তির পথ খুঁজবেন।
সূত্রের খবর, ভারত যদি এই আমন্ত্রণ গ্রহণ করে, তবে তিন বছরের জন্য বোর্ডের সদস্য হতে পারে। যদিও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, স্থায়ী সদস্যপদ পেতে হলে ১ বিলিয়ন ডলার আর্থিক অনুদান প্রয়োজন। তবে হোয়াইট হাউস এই দাবি খারিজ করে একে “ভ্রান্তিকর” বলে জানিয়েছে।
ভারতের পাশাপাশি হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, জর্ডন, গ্রিস, কানাডা, তুরস্ক, মিশর-সহ একাধিক দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সংস্থা এপি জানায়, ইতিমধ্যেই হাঙ্গেরি ও ভিয়েতনাম এই প্রস্তাব গ্রহণ করেছে। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানায়নি।
উল্লেখযোগ্যভাবে, এই আমন্ত্রণ এসেছে এমন এক সময়ে, যখন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর এই আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই প্রস্তাব ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে নতুন কূটনৈতিক মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
