
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে আত্মসমালোচনায় মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। ভারতের মাটিতে ইতিহাস গড়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড, যার ফলেই সিরিজ তাদের দখলে যায়।
সিরিজের শুরুটা ভালোই করেছিল ভারত। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের ফলে সিরিজ ১-১ হয়ে যায়। নির্ণায়ক তৃতীয় ম্যাচে তাই চাপ ছিল দু’দলের ওপরই। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৩৭ রান। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল খেলেন দুর্দান্ত ১৩৭ রানের ইনিংস, যেখানে ছিল ১৫টি চার ও ৩টি ছয়। তাঁকে যোগ্য সঙ্গত দেন গ্লেন ফিলিপস, যিনি করেন ১০৬ রান। এই জুটির দাপুটে ব্যাটিংয়েই বড় স্কোর দাঁড় করাতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৯৬ রানেই অলআউট হয়ে যায়। যদিও ব্যতিক্রম ছিলেন বিরাট কোহলি। চাপের মধ্যেও দাপুটে ব্যাটিং করে তিনি করেন ১২৪ রান। কিন্তু তাঁর সেঞ্চুরিও দলকে জেতাতে যথেষ্ট হয়নি।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শুভমান গিল বলেন, “আমরা যেভাবে খেলেছি, তাতে হতাশাজনক কিছু দিক স্পষ্ট হয়েছে। এখনও কয়েকটি জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন।” তিনি বিরাট কোহলির প্রশংসা করে বলেন, তাঁর ব্যাটিং সবসময়ই দলের জন্য বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি হর্ষিতের নিচের দিকে ব্যাটিংয়ের প্রশংসা করেন গিল। পেস বোলারদের পারফরম্যান্সেও সন্তোষ প্রকাশ করেন ভারত অধিনায়ক। বিশ্বকাপের কথা মাথায় রেখে নীতিশ কুমার রেড্ডিকে আরও সুযোগ দেওয়ার পক্ষেও মত দেন তিনি।
