
ভারতীয় ক্রিকেটে যেন অশান্ত সময়। ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ হার, তাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ধাক্কা সহজে হজম হওয়ার নয়। সিরিজের শুরুতে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় টিম ইন্ডিয়া। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে ভারতের ফিল্ডিং ও বোলিংয়ের ঢিলেমিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।
ম্যাচে নিউজিল্যান্ড ৫ রানে ২ উইকেট হারানোর পরও ভারত তাদের চেপে ধরতে ব্যর্থ হয়। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ২১৯ রানের জুটি কার্যত ভারতের হাত থেকে ম্যাচ কেড়ে নেয়। ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি দুর্দান্ত শতরান করলেও সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত ৪১ রানে হার মানতে হয় ভারতকে।
ম্যাচের পর বিশ্লেষণে গাভাস্কার সরাসরি কোনও নাম না করলেও স্পষ্ট ভাষায় ফিল্ডিংয়ের দুর্বলতার দিকেই আঙুল তুলেছেন। তাঁর কথায়, “আমি কারও নাম নিতে চাই না, কিন্তু কিছু খেলোয়াড় খুব সহজে সিঙ্গল নিতে দিয়েছে। রোহিত দ্রুত, বিরাট অসাধারণ অ্যাথলিট তবুও সামগ্রিকভাবে ফিল্ডিং আরও সক্রিয় হওয়া দরকার ছিল।” গাভাস্কারের মতে, প্রতিপক্ষকে লাগাতার সিঙ্গল-ডাবল নিতে দিলে চাপ তৈরি করা যায় না, আর সেটারই খেসারত দিতে হয়েছে।
এর আগেও দ্বিতীয় ওয়ানডের পর গাভাস্কার অবাক হয়েছিলেন, কীভাবে নিউজিল্যান্ড এত সহজে ২৮৫ রান তাড়া করে জিতে যায়। তাঁর মতে, ধীর পিচে ভারতীয় বোলাররা সঠিকভাবে পরিস্থিতি কাজে লাগাতে পারেনি। বরং উইকেটের মাঝে দ্রুত দৌড়ে ও স্ট্রোক-প্লে দিয়ে কিউই ব্যাটাররা ভারতকে চাপে ফেলেছে।
এই সিরিজ হার ভারতের কাছে শুধু ফলাফলের ব্যর্থতা নয়, বরং মাঠের ভেতরের মনোভাব ও তীক্ষ্ণতার ঘাটতির দিকটাও নতুন করে সামনে এনে দিল।
