
বেনারসের ঘাটে বরবেশে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ছবি ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়েছে। হলুদ পাঞ্জাবি, গলায় ফুলের মালা, পাশে লাল বেনারসিতে সেজে নববধূ, এমন দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন, হিরণ নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। ভাইরাল হয়েছে সিঁদুরদানের একটি ছবিও। তবে সত্যিই কি সাত পাকে বাঁধা পড়লেন হিরণ, নাকি বিষয়টি অন্য কিছু, তা নিয়েই ধোঁয়াশা।
সূত্রের খবর, বেনারসে হিরণের পাশে যাঁকে দেখা গিয়েছে, তিনি মডেল ও অভিনেত্রী হৃতিকা গিরি। এর আগেও একটি মন্দিরে হিরণ ও হৃতিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হিরণ। এবারও ছবি ভাইরাল হওয়ার পর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জল্পনা আরও বেড়েছে সত্যিকারের বিয়ে, না কি কোনও শুটিং বা এআই-এডিটেড ছবি?
হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। ২০০০ সালের ১১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তাঁদের সংসার শুরু, একমাত্র কন্যাসন্তান নাইসাকে নিয়ে পরিবার। তবে ২০২২ সালের মাঝামাঝি সময়ে তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। যদিও নির্ভরযোগ্য সূত্র বলছে, আইনি ভাবে এখনও তাঁদের বিচ্ছেদ হয়নি।
এই অবস্থায় হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যিই কি নতুন করে জীবন শুরু করছেন বিজেপি বিধায়ক, নাকি গোটা বিষয়টি নিছক গুজব? আপাতত কোনও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত রহস্য কাটছে না। তবে নেটদুনিয়ায় হিরণের “দ্বিতীয় বিয়ে” নিয়ে আলোচনা যে আপাতত থামছে না, তা বলাই যায়।
