
কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (সিভিল রাইটস এনফোর্সমেন্ট) আইপিএস কর্মকর্তা রামচন্দ্র রাওকে (K Ramachandra Rao) সাময়িকভাবে বরখাস্ত করেছে রাজ্য সরকার। বিতর্কের কেন্দ্রবিন্দু একটি ভাইরাল ‘অশ্লীল’ ভিডিও, যা তাঁর অফিসের ভিতরে মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে তৈরি হওয়ার কথা বলা হচ্ছে। সরকার জানিয়েছে, রামচন্দ্র রাও সরকারি কর্মচারীর মর্যাদার পরিপন্থী আচরণ করেছেন এবং এতে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
সরকারি নির্দেশে বলা হয়েছে, রামচন্দ্র রাও অল ইন্ডিয়া সার্ভিসেস (Conduct) Rules, 1968 লঙ্ঘন করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁকে অবিলম্বে বরখাস্ত রাখা হয়েছে। বরখাস্তকালে তিনি সাবসিস্টেন্স অ্যালাউন্স পাবেন, তবে সদর দফতর ছাড়তে পারবেন না।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, তদন্ত হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যদিও রামচন্দ্র রাও ভিডিওটিকে ভুয়ো ও সাজানো বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ভিডিওটি মোবাইল ফোনে তাঁর দফতরে তোলা হয়েছে, তবে কবে ও কোথায় তা স্পষ্ট করেননি।
এই ঘটনা নতুন নয়; ১৯৯৩ ব্যাচের এই আইপিএস কর্মকর্তা আগে নিজের কন্যাকে বেআইনি সোনা পাচারের মামলায় গ্রেফতার করার ঘটনা নিয়ে বিতর্কে ছিলেন। প্রশাসনিক শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে সরকারি দফতরের ভিতরে এই অভিযোগ নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। তদন্তের পরই ভিডিও সত্য কি না এবং কর্নাটক প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানা যাবে।
এই ঘটনা রাজ্যের সরকারি কর্মচারী ও প্রশাসন ব্যবস্থায় নৈতিকতার গুরুত্বকে পুনর্বার সামনে এনেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ও তথ্য ছড়ানোর প্রভাব এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে।
