
বাংলায় নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক কিছুটা কমেছে। রাজ্যের বন বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিয়ে কলকাতার বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া ৯টি বাদুড়ের শরীর থেকে নেওয়া সোয়াব পরীক্ষায় (RT-PCR) দেখা গেছে, সব বাদুড়ই নিপা ভাইরাসের জন্য নেগেটিভ। যদিও এক বাদুড়ে অ্যান্টিবডি পাওয়া গেছে, যা প্রমাণ করে সে অতীতে সংক্রমিত ছিল। অর্থাৎ, বর্তমানে কোনো বাদুড়ে ভাইরাস নেই।
এদিকে, বারাসতের হাসপাতালে চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে। তাঁর আরও একবার RT-PCR পরীক্ষা নেগেটিভ আসলে হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে। বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এছাড়া, যাদের সঙ্গে এই দুই নার্সের সংস্পর্শ হয়েছে, তাঁদের পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।
রাজ্যের স্বাস্থ্যদফতর সতর্ক অবস্থানে রয়েছে। নিপা সংক্রমণ রোধে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার ‘ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’-এর সেমিনার অনুষ্ঠিত হয়। রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার জানান, দুই নার্সের সংক্রমণ কোভিড-পরবর্তী বিশ্বে অতিমারী প্রতিরোধের এক ধরনের পরীক্ষা।
তিনি আরও বলেন, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়ান হেলথ’-এর মাধ্যমে অতিমারী প্রতিরোধে নির্দেশিকা তৈরি হচ্ছে। রাজ্য স্বাস্থ্যদফতর ইতিমধ্যেই ‘ওয়ান হেলথ কমিটি’ গঠন করছে, যা নিপা আক্রান্তদের চিকিৎসা ও অ্যান্টিভাইরাল ব্যবহারের নিয়ম নির্ধারণ করবে।
সার্বিকভাবে, বাদুড়ের পরীক্ষার ফলাফল এবং আক্রান্ত নার্সের ধীরে ধীরে উন্নতি অবস্থা বাংলায় নিপা আতঙ্ক কিছুটা কমিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
