
জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চলে এসআইআর (SIR) শুনানিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, শুনানিতে উপস্থিত এক মহিলাকে পুলিশের হাতে চড় খেতে হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে এসে ফর্ম জমা দিতে গিয়েছিলেন নুর বানু বেগম। নথি জমা নেওয়া হলেও প্রথমে তাঁকে রিসিভ কপি দেওয়া হয়নি বলে অভিযোগ।
এরপর বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। রিসিভ কপি দেওয়ার দাবিতে চাপ বাড়ানো হলে ঘোষণা করা হয়, সংশ্লিষ্ট কপি দেওয়া হবে। সেই ঘোষণার পর রিসিভ কপি নিতে শুরু হয় হুড়োহুড়ি। অভিযোগ অনুযায়ী, ভিড়ের ধাক্কায় নুর বানু বেগম এক মহিলা পুলিশকর্মীর গায়ে পড়ে যান। এতেই ক্ষিপ্ত হয়ে ওই পুলিশকর্মী তাঁকে সপাটে চড় মারেন বলে অভিযোগ ওঠে। চড়ের আঘাতে নুর বানুর গালে আঙুলের স্পষ্ট দাগ পড়ে যায়।
ঘটনায় অপমানিত ও ক্ষুব্ধ নুর বানু বেগম জানান, তাঁর কাজ আগেই হয়ে গিয়েছিল। শুধু রিসিভ কপি নিতে গিয়েই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, পুলিশের এমন আচরণ কাম্য নয় এবং সংশ্লিষ্ট পুলিশকর্মীর ক্ষমা চাওয়া উচিত। ভবিষ্যতে যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, সেই দাবিও তোলেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি পার্থকুমার সিং। যদিও তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, শুনানিকেন্দ্রে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে জোরালোভাবে।
