
কলকাতার নির্বাচন কমিশনের অফিসে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানিতে অংশ নিয়ে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি স্পষ্ট বার্তা দিলেন, এই প্রক্রিয়ায় আতঙ্কের কিছু নেই। মঙ্গলবার শুনানি শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি বলেন, পুরো প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবং এতে তাঁর কোনও সমস্যা হয়নি।
ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এই SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক চললেও, শামির মন্তব্য বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, “এসআইআর এমন কোনও বিষয় নয় যা আপনাদের ক্ষতি করবে। যাঁদের এখনও এসআইআর ফর্ম নেই, তাঁদেরও এগিয়ে এসে অংশ নেওয়া উচিত।”
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শামির পূরণ করা ভোটার গণনার ফর্মে কিছু তথ্যে অসঙ্গতি ধরা পড়েছিল। সেই কারণেই তাঁকে শুনানির জন্য ডাকা হয়। শুনানির পর তিনি জানান, সমস্ত বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কোনও জটিলতা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও মহম্মদ শামি তাঁর ক্রিকেট কেরিয়ারের কারণে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তিনি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলেছেন, যা রাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বিভাগে যাঁদের নাম রয়েছে, তাঁদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নথি গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ইরোনেট পোর্টালে রাজ্যে ১.২ কোটিরও বেশি নাম ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত হওয়ায় ইতিমধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই শামির নির্ভীক ও আশ্বাসমূলক মন্তব্য নাগরিকদের মধ্যে আস্থা ফেরাতে সহায়ক হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
