

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯১তম জন্মদিন উপলক্ষে এক মানবিক ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার। কলকাতার কুমোরটুলি সেবা সমিতি প্রাঙ্গনে JAZZBAAT 24 বাংলার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েই মহান অভিনেতার জন্মদিনকে স্মরণ করার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শ্যামল বোস। তাঁর উদ্যোগে এদিন বহু মানুষের হাতে কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। শীতের মরশুমে এই সহায়তা দুঃস্থ মানুষদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আয়োজন জুড়ে ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন ও মানবিক দৃষ্টিভঙ্গির স্মৃতিচারণ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রী মাধবী মুখার্জী, পৌরমাতা পূজা পাঁজা, ধীমান দাস, জুনেলি দাস, সুজয় বিশ্বাস, অনুশ্রী মিত্র সহ আরও অনেকে। অতিথিরা সকলেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শিল্পীসত্তা ও সমাজমনস্ক চিন্তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান ঘিরে কুমোরটুলিতে ছিল এক আবেগঘন পরিবেশ। মানুষের মুখে হাসি আর কৃতজ্ঞতার প্রকাশই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য। মহান অভিনেতার জন্মদিনকে শুধুমাত্র স্মরণ নয়, মানবিক কাজে উৎসর্গ করাই যে প্রকৃত শ্রদ্ধার নিদর্শন তা এদিনের অনুষ্ঠান স্পষ্ট করে দিল।
