
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক বোর্ড বৈঠকে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের অনুরোধ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আইসিসি। এই প্রস্তাব ঘিরে হওয়া ভোটাভুটিতে বিসিবি কার্যত একঘরে হয়ে পড়ে। মোট ১৬টি ভোটের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। কেবল পাকিস্তান এবং বাংলাদেশই এই প্রস্তাবের পক্ষে ছিল।
আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ সরকার ও বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় থাকে এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি রয়েছে আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বলে সূত্রের খবর।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে, যেখানে তাদের ম্যাচ পড়েছে কলকাতা ও মুম্বইয়ে। বিসিবি চাইছিল গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে, কিন্তু আইসিসি শুরু থেকেই সেই প্রস্তাবে সায় দেয়নি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও গ্রুপ পরিবর্তনের বিষয়ে রাজি হয়নি।
মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল হওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে বিতর্ক জোরদার হয় এবং তার জেরেই বিসিবি আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপের সূচি বা ভেন্যু বদলানোর কোনও সুযোগ নেই।
আইসিসি বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এখন দেখার, শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
