
ভোটের আগে বাংলার রাজনৈতিক সমীকরণকে আরও মজবুত করতে আরএসএস ও বিজেপির মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ স্পষ্ট। বুধবার শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের সঙ্গে আরএসএস নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় বলে সূত্রের খবর। বৈঠকে বাংলায় বিজেপির সংগঠন কীভাবে আরও সক্রিয় হবে, বুথ স্তরে কর্মসূচি কীভাবে সাজানো হবে এবং ভোটের আগে রাজনৈতিক বার্তা কী হবে এই সব বিষয়েই আলোচনা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও আরএসএসের মধ্যে সমন্বয়ের ঘাটতির যে প্রভাব পড়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়েই এবার আগেভাগে কৌশল ঠিক করতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই মহারাষ্ট্র, বিহার-সহ একাধিক রাজ্যে বিজেপি–আরএসএসের যৌথ পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাতেও গত এক বছর ধরে বুথ স্তরে আরএসএসের সক্রিয়তা চোখে পড়ার মতো বেড়েছে।
সূত্র জানাচ্ছে, বৈঠকে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরএসএসের মূল্যায়ন তুলে ধরা হতে পারে। একই সঙ্গে, রাজ্যে কোন কোন ইস্যুতে জোর দেওয়া হবে এবং সংগঠনকে কীভাবে আরও ধারালো করা যায়, তা নিয়েও মত বিনিময় হয়েছে। এদিকে বিজেপির নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে যোগ দিচ্ছেন। পাশাপাশি তিনি রাজ্য সভাপতিদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন, যেখানে পশ্চিমবঙ্গ-সহ নির্বাচনমুখী রাজ্যগুলির প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোটের এখনও কয়েক মাস বাকি থাকলেও রাজ্যে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এসআইআর প্রক্রিয়া চলছে জোরকদমে, আর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে ধারণা। এর মধ্যেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সভা–প্রচারে গতি এসেছে। কয়েক দিন আগে সিঙ্গুর সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই প্রেক্ষাপটে আরএসএস–বিজেপির সমন্বয় বৈঠক থেকে কী নতুন বার্তা বা কৌশল বেরোয়, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।
