
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। জেলার মিছিলে ও সভায় দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার বার্তা দিলেন। তিনি বলেন, “ছাইপাশকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার” ইঙ্গিত স্পষ্ট, বিজেপির প্রভাব রুখতেই ২০২৬-এ ৯–০ ফল লক্ষ্য।
অভিষেক দাবি করেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণেই পুরুলিয়ার একাধিক প্রকল্প আটকে আছে। জলজীবন মিশন, আবাস, গ্রাম সড়ক, ১০০ দিনের কাজ ও সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। রেল পরিষেবার ক্ষেত্রেও পুরুলিয়া উপেক্ষিত বলে অভিযোগ তোলেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার তিন মাসের মধ্যে রেল সমস্যার সমাধানে জেলার প্রতিনিধিদের নিয়ে রেলমন্ত্রকের কাছে যাওয়ার আশ্বাস দেন।
এসআইআর ইস্যুতেও সরব হন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, এসআইআর-এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ কালো টাকা বা প্রতিশ্রুত ১৫ লক্ষ টাকা কেউ পায়নি। তিনি জানান, আদালতের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা শুধু প্রকাশ নয়, টাঙানোও হবে।
স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বলেন, পুরুলিয়ায় আইটিআই ও হিমঘরের দাবিগুলি আগামী ছ’মাসের মধ্যে পূরণ করা হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি দলের কোনও স্থানীয় নেতা খারাপ আচরণ করলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
বিজেপি ও বামেদের একসুরে আক্রমণ করে অভিষেক বলেন, “নতুন বোতলে পুরনো মদ” উন্নয়ন আটকাতেই তারা এক হয়েছে। তিনি জ্যোতির্ময় সিং মাহাতোকে উন্নয়ন নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং জানান, সময় ও জায়গা বাছলে দু’ঘন্টার মধ্যে রিপোর্ট কার্ড হাজির করবেন।
সভা শেষে তিনি বলেন, পুরুলিয়ার শান্তি ও সম্প্রীতি ফিরেছে তৃণমূল সরকারের হাত ধরেই। আগামী দিনে জেলায় জেলায় গিয়ে এই লড়াই আরও জোরদার করা হবে।
