
কলেজ স্ট্রিট ও সংলগ্ন এলাকায় জমায়েত, মিছিল ও যে কোনও ধরনের বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। কলকাতা পুলিশের কমিশনার Manoj Kumar Verma ২১ জানুয়ারি এক নির্দেশিকায় জানিয়ে দেন, আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত (রবিবার বাদে) এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
নির্দেশে বলা হয়েছে, পাঁচজন বা তার বেশি ব্যক্তির জমায়েত, সভা, র্যালি, মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মাইক ব্যবহার, স্লোগান, পোস্টার ও ব্যানার নিয়েও কড়াকড়ি করা হয়েছে। প্রশাসনের দাবি, কলেজ স্ট্রিট এলাকায় একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার থাকায় নিয়মিত জমায়েত ও মিছিলে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং যানজট ও আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানা, মুচিপাড়া থানা ও জোড়াসাঁকো থানা এলাকার অন্তর্গত কলেজ স্ট্রিট সংলগ্ন অঞ্চল। তবে কলেজ স্কোয়ারকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
Kolkata Police সূত্রে খবর, শিক্ষার্থীদের স্বার্থে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে শহরের শিক্ষা মহল ও অভিভাবকদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন, অন্যদিকে বিভিন্ন সংগঠনের তরফে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
