
আধার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) ঘোষণা করেছে, ২৮ জানুয়ারি ২০২৬ থেকে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ঘরে বসেই আপডেট করা যাবে। এর ফলে আর আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে লাইনে দাঁড়াতে হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে সম্পন্ন হবে এই প্রক্রিয়া।
ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগকে আরও শক্তিশালী করতে UIDAI এই নতুন সুবিধা চালু করছে। আধার বর্তমানে শুধু পরিচয়পত্র নয়, ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি ভর্তুকি, পেনশন, স্কলারশিপ, ইনকাম ট্যাক্স, গ্যাস-ভর্তুকি সহ একাধিক সরকারি ও বেসরকারি পরিষেবার সঙ্গে যুক্ত। এসব পরিষেবায় ওটিপি-ভিত্তিক যাচাইকরণের জন্য সঠিক ও সক্রিয় মোবাইল নম্বর থাকা অত্যন্ত জরুরি। তাই মোবাইল নম্বর আপডেট সহজ হওয়ায় সাধারণ মানুষ বড় উপকার পাবেন।
নতুন ব্যবস্থায় আধার মোবাইল অ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানিয়েছে UIDAI। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে আধার অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেই নিরাপদভাবে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এতে সময় যেমন বাঁচবে, তেমনই ভিড় ও ঝামেলাও কমবে।
এই সুবিধা বিশেষ করে প্রবীণ নাগরিক, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষ এবং যাঁদের জন্য বারবার কেন্দ্রে যাওয়া কষ্টসাধ্য, তাঁদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে মোবাইল নম্বর আপডেট করা গেলে পরিষেবা পেতে আর বিলম্ব হবে না।
UIDAI-এর এই উদ্যোগ আধার পরিষেবাকে আরও ব্যবহারবান্ধব করবে এবং দেশের ডিজিটাল পরিকাঠামোকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
