
মালদা জেলার হবিবপুর ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ। সোমবার পান্নাপুর বিওপি এলাকার সীমান্তে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেন ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। একই সঙ্গে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে হবিবপুর থানার পুলিশ।
বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ বাংলাদেশির নাম মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি শেখ। অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস। তাঁর বাড়ি হবিবপুর থানার পান্নাপুর এলাকায়। সীমান্তে নজরদারির সময় বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয় এবং তখনই ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ধৃতদের জেরা করে অনুপ্রবেশের নেটওয়ার্ক ও দালালচক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে বলে দাবি করছে স্থানীয় প্রশাসন। সেই কারণে বিএসএফের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে হাওড়া, হুগলি, নদিয়া ও মালদা, এই সব জেলা থেকে একাধিক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রের মতে, দালালচক্রের মাধ্যমে সীমান্ত পার হওয়ার প্রবণতা বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও কড়াকড়ি করা হচ্ছে এবং অনুপ্রবেশ রুখতে স্থানীয় থানাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
