
তিন বছর বিরতির পর আবারও ভারতের বাজারে ফিরছে জনপ্রিয় SUV রেনল্ট ডাস্টার। ২০২২ সালে এই মডেলের প্রোডাকশন বন্ধ হওয়ার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে রেনল্ট। ২০২৬ সালের মার্চ মাসে তৃতীয় প্রজন্মের ডাস্টার লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
নতুন রেনল্ট ডাস্টার ইউরোপীয় ডাসিয়া ডাস্টারের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হলেও, ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে টিউন করা হয়েছে। এটি নির্মিত হবে আধুনিক CMF-B প্ল্যাটফর্মে। এক্সটেরিয়রে থাকবে নতুন ডিজাইনের গ্রিল, Y-আকৃতির LED DRL, স্পোর্টি বাম্পার, বড় হুইল আর্চ ক্ল্যাডিং এবং রুফ রেল, যা SUV-টিকে আরও রাগড ও প্রিমিয়াম লুক দেবে।
ইন্টেরিয়রেও বড়সড় আপগ্রেড দেখা যাবে। নতুন ডাস্টারে থাকতে পারে প্যানোরামিক সানরুফ, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং আধুনিক ADAS (Advanced Driver Assistance Systems) ফিচার। ফলে নিরাপত্তা ও আরামের দিক থেকে গাড়িটি আগের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে।
ইঞ্জিন অপশনের ক্ষেত্রে, নতুন ডাস্টারে দুটি টার্বো পেট্রোল ইঞ্জিনের বিকল্প দেওয়া হতে পারে। এগুলি পারফরম্যান্স ও ফুয়েল এফিশিয়েন্সির মধ্যে ভালো ব্যালান্স দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, মাইল্ড-হাইব্রিড বা ভবিষ্যতে হাইব্রিড ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দামের দিক থেকে, নতুন রেনল্ট ডাস্টারের এক্স-শোরুম মূল্য আনুমানিক ১০ থেকে ১১ লক্ষ টাকার মধ্যে শুরু হতে পারে। এই সেগমেন্টে এটি হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস এবং মারুতি গ্র্যান্ড ভিটারার মতো জনপ্রিয় SUV-গুলিকে সরাসরি টক্কর দেবে। সব মিলিয়ে, আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং পরিচিত ব্র্যান্ড ভ্যালু নিয়ে নতুন রেনল্ট ডাস্টার ২০২৬ সালে SUV বাজারে বড় চমক দিতে চলেছে।
