
উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ মহেন্দ্রনাথ রায়। এই খবর প্রকাশিত হতেই আলিপুরদুয়ারসহ পুরো উত্তরবঙ্গে আনন্দের ঢেউ বইছে।
ডঃ রায় ২০২০ সালে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামো গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দু’বছরের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়কে একটি শক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছেন। পরবর্তীতে নিজস্ব প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।
কোচবিহারের হলদিবাড়ির বক্সীগঞ্জের এক কৃষক পরিবারে জন্ম ডঃ রায়ের। মেধাবী ছাত্র হিসেবে তিনি জাতীয় বৃত্তি অর্জন করেন এবং জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে রসায়নে স্নাতক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে অধ্যাপক হিসেবে যোগদানের পর থেকে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনন্য। এর আগে তিনি বঙ্গভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন।
শিক্ষাবিদরা মনে করছেন, ডঃ রায়ের পদ্মশ্রী প্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, এটি উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে তাঁর দক্ষতা, ছাত্রদের প্রতি আন্তরিক মনোভাব এবং অধ্যবসায় আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করবে।
উত্তরবঙ্গবাসী এই সাফল্যকে নিজেদের গর্ব মনে করছেন এবং আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের আশা জাগছে।
