
কলকাতা: রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল হল শুক্রবার। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস পীযূষ পান্ডে। শনিবার বর্তমান ডিজি রাজীব কুমারের অবসর গ্রহণের পর থেকেই তিনি এই দায়িত্ব সামলাবেন। উল্লেখযোগ্যভাবে, পীযূষ পান্ডেকে স্থায়ী নয়, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই নিয়োগ করা হয়েছে।
বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ডিরেক্টর অব সিকিউরিটির পদে ছিলেন। সেখান থেকে সরাসরি রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হল তাঁকে। প্রশাসনিক মহলে জানা গিয়েছে, পীযূষ পান্ডে আগে চন্দননগর কমিশনারেটের প্রথম সিপি ছিলেন এবং কেন্দ্রীয় ডেপুটেশনে গিয়ে এসপিজিতেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এই রদবদলের জেরে মুখ্যমন্ত্রীর সিকিউরিটির পদটি খালি হচ্ছে। সেই পদে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভর্মাকে। তাঁকে নগরপালের পদ থেকে সরিয়ে ডিরেক্টর অব সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন তিনি এডিজি (দক্ষিণবঙ্গ) হিসেবে কর্মরত ছিলেন। এবার শহরের আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাবেন তিনি।
রদবদলের তালিকায় রয়েছেন আইপিএস বিনীত গোয়েলও। তাঁকে এডিজি আইনশৃঙ্খলা পদে নিয়োগ করা হয়েছে। এতদিন এই পদে থাকা জাভেদ শামিমকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ হিসেবে। এছাড়াও দমকল বিভাগের ডিজি পদেও পরিবর্তন হয়েছে। রণবীর কুমারের জায়গায় দায়িত্ব পেয়েছেন অনুজ শর্মা। বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া কমিশনারেটেও একাধিক বদলি হয়েছে।
ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই বড় রদবদল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
