
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ফের পশ্চিমবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। বিমানবন্দর থেকেই সরাসরি নিউটাউনের একটি হোটেলে যান শাহ, যেখানে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আনুষ্ঠানিক কোনও কর্মসূচি না থাকলেও এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাহের এই সফরকে কৌশলগত বলে মনে করছে বিজেপির অন্দরমহল। দলীয় সূত্রে খবর, সংগঠনের ভিত আরও মজবুত করা, দুর্বল এলাকা চিহ্নিত করা এবং রাজ্য থেকে মণ্ডল স্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় ফেরানো এই তিনটি বিষয়ই মূল আলোচ্য। জল্পনা রয়েছে, ফেব্রুয়ারির শেষ দিক বা মার্চের শুরুতেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।
শনিবার সকাল থেকেই ব্যস্ত কর্মসূচি রয়েছে অমিত শাহের। তিনি প্রথমে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আনন্দপুরী মাঠে পৌঁছে বিজেপির চারটি সাংগঠনিক জেলা, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট ও বারাসতের কর্মীদের নিয়ে সম্মেলন করবেন। সেখানে দলীয় কর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও রণকৌশল নিয়ে বার্তা দেওয়ার কথা তাঁর।
এরপর কলকাতা বিমানবন্দর থেকে তিনি বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। বিকেলে শিলিগুড়ির এয়ারফোর্স ময়দানে উত্তরবঙ্গের পাঁচটি সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে আরেকটি বড় সম্মেলনে যোগ দেবেন। দিনশেষে বিকেল সাড়ে চারটেয় দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় রাজ্যজুড়ে সভা-মিছিল ও মাইক ব্যবহারে কড়া বিধিনিষেধ থাকছে। সেই কারণেই জানুয়ারির মধ্যেই এই সফর সেরে নেওয়াকে বিজেপির ‘কৌশলগত সিদ্ধান্ত’ বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
